নানা আয়োজনে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে নগরীর বিপিন পার্কে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করে মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত দিবসটির উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমনের সঞ্চালনায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা শেষে কেক কেটে নেতাকর্মীরা দিবসটি উদযাপন করেন।
অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবীর হিমেলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হয়ে বিপিন পার্কে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় দেশ ও জাতির স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন