গাজীপুরের কালিয়াকৈরে মাদকাসক্ত ছেলের পিটুনিতে তার বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বড়কাঞ্চানপুর এলাকার এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবার নাম ইয়াসিন আলী (৪০)। তিনি কালিয়াকৈর উপজেলার বড়কাঞ্চানপুর এলাকার এলাকায় সৈয়দ আলীর ছেলে সৈয়দ আলীর ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, ইয়াসিন দীর্ঘদিন আগে কালিয়াকৈর উপজেলার বড়কাঞ্চানপুর এলাকার মৃত হাসেন আলীর মেয়ে হাসনা বেগমকে বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। তিনি পাশের পাইকপাড়া স্টেশনে দোকান করে জীবিকা নির্বাহ করেন।
তাদের সংসার জীবনে সিফাত হোসেন নামে এক ছেলে ও ইতি আক্তার নামে এক মেয়ে রয়েছে। মেয়ে ইতির বিয়ে হওয়ার পর ৯ম শ্রেণিতে পড়ুয়া ছেলে সিফাত ধীরে ধীরে বেপরোয়া হয়ে উঠে। একপর্যায় সে মাদকাসক্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় সে তার বাবার কাছে নেশার টাকা দাবি করে খারাপ আচারণ করে আসছে।
একাধিকার গ্রাম্য সালিশে বসা হলেও সে মাদকের পথ ছাড়তে পারেনি। শুক্রবার রাত ৯টার দিকে ইয়াসিন ও তার স্ত্রী হাসনার মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। তখন মাদকাসক্ত হয়ে সিফাত বাড়িতে গিয়ে পাইপ দিয়ে তার বাবা ইয়াসিনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ওই রাতেই বাবা ইয়াছিন আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ছেলে সিফাতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, এ ঘটনায় বাবা ও ছেলের পক্ষে ও বিপক্ষে থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ