ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ারা নুরন্নবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের আলীপুর এলাকাবাসীর পক্ষ থেকে আলীপুরেরা তিন কৃতি সন্তানকে এ সংবর্ধনা দেওয়া হয়। আলীপুর উদয়ন ক্লাব চত্বরে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর হোসেন।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি মনিরুল হাসান মিঠু, পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, মাসুমা বেগম। সংবর্ধনা অনুষ্ঠানে তিন নেতাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা ও ফরিদপুর চেম্বারের পরিচালক আলী আশরাফ পিয়ার।
বিডি প্রতিদিন/এএ