ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের ভাসুয়াখোলা গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূর ঘরে ঢুকে জোর করে ধর্ষণের চেষ্টা করে এক লম্পট। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা লম্পট মিনহাজ উদ্দিন মিনা (৫০) আটক করে গ্রাম পুলিশের মাধ্যমে স্থানীয় চেয়ারম্যানের কাছে সোর্পদ করে।
জানা যায়, চেয়ারম্যান বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে, ওই লম্পট চেয়ারম্যানের বাড়ি থেকে পালিয়ে যায়। তিনি এখনও পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সূষ্টি হয়েছে।
জানা গেছে, ধামরাইয়ের ওই গ্রামের গৃহবধূ গত মঙ্গলবার বিকেল ৩টার সময় নিজ ঘরে অবস্থানের সময় পাশের চরদেলধা গ্রামের লম্পট মিনহাজ উদ্দিন মিনা কৌশলে তার ঘরে প্রবেশ করে। এসময় গৃহবধূকে জোর করে ধর্ষণের চেষ্টা করে সে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘরের মধ্যে তাকে আটক করে। এসময় সুয়াপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ফজল মিয়ার মাধ্যমে ৩ নং ওয়ার্ডের মেম্বার মোতালেবের মাধ্যমে তাকে স্থানীয় চেয়ারম্যান কফিল উদ্দিনের কাছে পাঠানো হয়। ওইদিনই তিনি বিষয়টি রফার চেষ্টা করেন বলে জানা যায়।
স্থানীয় চেয়ারম্যান কফিল উদ্দিন সাংবাদিকদের জানান, মিনহাজ উদ্দিন মিনার ঘটনা আমি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
গৃহবধূর ভাই ইব্রাহিম জানান, এ ঘটনায় চেয়ারম্যান কফিল উদ্দিনের ছেলে পুলিশ কর্মকর্তা আব্দুল হান্নান আমাকে ৫০ হাজার টাকায় রফার প্রস্তাব দিয়েছিল। আমি তা মেনে নেইনি।
স্থানীয়রা জানান, মিনাকে ওই গৃহবধূর ঘরে আপত্তিজনক অবস্থায় পাওয়া গেছে। তাই দ্রুত তাকে আইনের আওতায় আনা দাবি করছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ