কক্সবাজারের টেকনাফে পৃথক চারটি অভিযান চালিয়ে ৫ কোটি ৯৩ লাখ সাড়ে ৮৪ হাজার টাকার মূল্যমানের মাদকদ্রব্য ও ১৮০ প্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার নাফনদীর বেড়িবাঁধ ও হোয়াইক্যং চেকপোস্ট এলাকা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। আটক হলেন উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের ব্লক-এইচ/৫ বাসিন্দা সৈয়দ হোসাইনের ছেলে মোঃ রিয়াজ (১৯)।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১০ হতে আনুমানিক ৯০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে হাবিবুল্লাহ জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যে দমদমিয়া বিওপি একটি বিশেষ টহলদল বর্ণিত এলাকায় অবস্থান নেয়। একজন ব্যক্তিকে একটি ঠেলা জাল কাঁদে নিয়ে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। ঐ ব্যক্তিকে টহলদল চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই কাদে থাকা জালটি ফেলে দিয়ে নাফনদী সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ঠেলা জালটি তল্লাশি চালিয়ে জালের ভিতর অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ১ কেজি ৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ কোটি সাড়ে ৬০ লাখ টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এছাড়া একইদিন ভোরে হোয়াইক্যং বিওপি বিআরএম-১৮ হতে আনুমানিক দেড় কিলোমিটার উত্তরে কারিঙ্গাঘোনা নাফনদীর কিনারায় নিয়মিত টহলকালে। এ সময় টহলদল একজন চোরাকারবারিকে একটি বস্তা কাঁদে নিয়ে নাফনদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তার গতিবিধি সন্দেহ জনক হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সাথে থাকা বস্তাটি ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। পরে প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ১৮০ প্যাকেট বার্মিজ সিগারেট পাওয়া যায়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা।
অপর দিকে একই দিন ভোরে সাবরাং বিওপি একটি টহলদল দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে ২ কিঃমিঃ দক্ষিণ দিকে নাফনদীর কিনারায় বেড়িবাঁধে নিয়মিত টহলকালে। এ সময় ৯/১০ জন ব্যক্তি বস্তা মাথায় করে মিয়ানমার হতে নাফনদী পার হয়ে বেড়িবাঁধের পার্শ্বে বগলজোড়া এলাকায় মাঠের মধ্যে দিয়ে গ্রামের দিকে আসতে দেখে। বিজিবি টহলদল চ্যালেঞ্জ করলে দূর থেকে টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত বস্তাগুলো ফেলে দিয়ে পাশ্ববর্তী গ্রাম ও সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৭৯ বোতল বার্মিজ মদ এবং ৬৪৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
অপরদিকে বৃহস্পতিবার রাতে হোয়াইক্যং চেকপোস্টে একটি টহলদল নিয়মিত যানবাহন তল্লাশিকালে হ্নীলা হতে কোটবাজারগামী একটি সিএনজি চেকপোস্টে আসলে থামানো হয়। সিএনজিটি তল্লাশিকালীন একজন যাত্রীর আচরণ সন্দেহ জনক হওয়ায় তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং জিজ্ঞেসাবাদ করা হয়।একপর্যায়ে তার হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএ