গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম আমজাদ হোসেন মোল্লা (৪৫)। তিনি গাজীপুরের পূবাইল থানাধীন বসুগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মাজুখান প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ও এলাকাবাসী জানান, মীরেরবাজার থেকে টঙ্গীগামী একটি ইজিবাইক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী পিপিএল পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকের এক যাত্রী ছিটকে সড়কে পড়ে যায়। পরে টঙ্গীগামী একটি কাভার্ডভ্যান ওই যাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এএ