১৬ আগস্ট, ২০২২ ১০:২২

চাঁদপুরে জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাত্র নয় মাসে সংবিধান রচনা করেছেন বঙ্গবন্ধু। তখন প্রশাসন ছিল না, প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ বাহিনী ছিল না। বঙ্গবন্ধু মাত্র সাড়ে ৩ বছরে দেশকে বিশ্ব দরবারে স্বাধীন দেশ হিসেবে দাঁড় করিয়েছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে আবারও পরাধীন করতে চেয়েছিল পকিস্তানি দোসররা। বঙ্গবন্ধুর খুনের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। জিয়া খুনের সাথে জড়িত বলেই ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছেন। জিয়াউর রহমান জামায়াতকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছিলেন, আর উনার স্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিরোধীদের মন্ত্রী বানিয়ে গাড়িতে জাতীয় পতাকা তুলে দেন।

শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ সময় সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আজ আওয়ামী লীগের নেতৃত্বের কারণেই দেশের মানুষ না খেয়ে থাকে না। দেশের মানুষের মাথাপিছু আয়সহ সকল কিছুই বেড়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ওচমান গণি পাটওয়ারী, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব ভূঁইয়া, সাবেক মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাবেক সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ করিম বাবু।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নতুন বাজার পাটোয়ারী বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা ওলিউর রহমান।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর