নাটোরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করে অপহরণের চেষ্টাকালে দুই কিশোরকে পুলিশে দিয়েছে গ্রামবাসী। এ সময় তাদের মাথার চুলও কেটে দেয়া হয়। বৃহস্পতিবার সকালে নাটোর সদর উপজেলা ছাতনী এলাকায় রাজিব ভাটি গ্রামে এ ঘটনা ঘটে।
এরা হলো, একই এলাকার হাড়িগাছা গ্রামের আব্দুল্লাহর ছেলে জুবায়ের হোসেন (১৫) এবং সদর উপজেলার গোকুলনগর গ্রামের আকতারুজ্জামানের ছেলে আকাশ (১৫)।
পুলিশ ও ওই ছাত্রীর পরিবার জানায়, সদর উপজেলার ছাতনী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় মহসীন নামে একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। কিন্ত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুদ্ধ হয় মহসীন। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক হাইস্কুলের ছাত্রী স্কুলে পড়তে যাওয়ার পথে ৫/৬ জন কিশোর ওই স্কুলছাত্রীর পথ রোধে উত্যক্ত করতে শুরু করে। সেখান থেকে এক পা সরলে তাকে এসিড ছুড়ে মারার ভয় দেখায়। এক পর্যায়ে ওই ছাত্রী প্রাণ ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় বাড়ি ফেরার পথে ওই কিশোররা তার পিছু ধাওয়া করে স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে পড়ে।
এ সময় অভিযুক্তরা দরজা ভেঙ্গে ঘড়ে ঢুকার চেষ্টা করে। পরে ওই স্কুলছাত্রীর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে দুইজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
নাটোর থানার ওসি নাটোর থানার ওসি নাসিম আহমেদ বলেন, এ ঘটনায় ইভটিজিং ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটককৃত ওই দুই কিশোরকে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ