খাগড়াছড়িতে ৪২টি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব সেতুর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী খাগড়াছড়ি জেলার ৪২টি সেতুর বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের কথা মাথায় রেখে সরকার পাহাড়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সড়ক অবকাঠানো উন্নয়ন হওয়ায় পাহাড়ের কৃষি ও পর্যটন অর্থনীতি ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে।
অনুষ্ঠানে গণভবন অংশে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও খাগড়াছড়ি অংশে পার্বত্য মন্ত্রী বীর বাহদুর, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সাংসদ বাসন্তী চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও মহিলা জুম চাষী ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী খাগড়াছড়ি পাহাড়িদের ময়ূর নৃত্য ও উপভোগ করেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। ৪২টি সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে পাহাড়ের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হলো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন