২৯ নভেম্বর, ২০২২ ১৫:৫৫

শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

রাঙামাটির লংগদুতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ লাখ টাকার অর্থদণ্ড, অনাদায়ে আর ৩ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুর দেড়টায় রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এ ই এম মো. ইসমাইল হোসেন এ রায় ঘোণষা করেন। আসামির নাম মো. আব্দুল রহিম (৪৬)। তিনি করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকার পক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটার) মো. সাইফুল ইসলাম অভি জানান, ২০২০ সালে ৫ অক্টোবর  করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা। পুলিশ আসামিকে গ্রেফতার করার পর দীর্ঘ ২ বছর এ মামলার তদন্ত চলে। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সাথে ১০ লাখ টাকা ৯০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদানের জন্য আসামিকে নির্দেশ দেন। অনাদায়ে আরও ৩ বছর কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।

বাদী পক্ষের আইনজীবী জুয়েল চাকমা বলেন, এ রায়ে খুবই সন্তুষ্ট আমরা। এ রায়ের পর সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। আমরা সবাই চেষ্টা করছি নির্যাতনের শিকার শিশুটি যাতে ন্যায় বিচার পায়।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটির লংগদু উপজেলার ১ নম্বর আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ে ছাত্রাবাসের ভেতরে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন প্রধান শিক্ষক।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর