শিরোনাম
২২ ডিসেম্বর, ২০২২ ১৫:৫০

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

টেলিনা সরকার হিমু।

মেম্বারদের মূল্যায়ন না করা, সম্মানী ভাতা প্রদানে গড়িমসি, সরকারি উপকারভোগী বাছাইয়ে অনিয়ম, অর্থ আত্মসাৎ করার পায়তারা ও এককভাবে পরিষদ চালানোসহ নানা অনিয়মের অভিযোগ এনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেলিনা সরকার হিমুর বিরুদ্ধে উপজেলা নির্বাহী আফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিষদের তিন নারী সদস্যসহ ১১ জন মেম্বার। অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। 

অভিযোগে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর নির্বাচিত হওয়ার পর হতে বৈরচুনা ইউনয়নের নির্বাচিত সদস্যদের (মেম্বার) পরিষদের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু কোনও প্রকার মূল্যায়ন করছেন না। চেয়ারম্যান তার নিজ ইচ্ছা মত এককভাবে সরকারি কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতের টাকা পরিষদের জমা না করে আত্মসাত করার পায়তারা করছেন। বৈরচুনা ইউনিয়ন পরিষদের আওতায় বাশতলী খেয়াঘাট ইজারার তিন লাখ ষাট হাজার টাকা এই চেয়ারম্যান একাই গ্রহণ করেছেন। 

পরিষদের কার্যক্রম শুরুর দিকে সদস্যদের সম্মানি ভাতা বাবদ প্রতিজনকে বার হাজার টাকা করে প্রদান হরা হলেও এরপর আর কোনও ভাতা প্রদান করা হয়নি। অথচ গত বছরের জানুয়ারি হতে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ইউনিয়ন পরিষদ পাঁচ লাখ নিরানব্বই হাজার চারশ পয়ষট্টি টাকা আয় করেছেন। যার কোন সঠিক হিসাব পাচ্ছেন না তারা। ভিডব্লিউবি (ভালনারেবল ইউমেন বেনেফিট) কার্যক্রমের আওতায় ১ জানুয়ারি ২০২৩ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ চক্রের উপকারভোগী বাছাই/নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণ কাজ চেয়ারম্যান একাই করছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী তিনি ওয়ার্ড কমিটিকে না জানিয়েই কার্যক্রম করছেন। এছাড়াও সরকারি ভাবে উপজেলা পরিষদ হতে বরাদ্দকৃত বিভিন্ন ধরনের মালামাল তিনি একাই উত্তোলন করে আত্মসাৎ করার পায়তারা করছেন। এমন অন্যায় ও বেআইনী কর্মকান্ড বিষয়ে সদস্যাগণ চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি সদস্যদের উপর ক্ষীপ্ত হন এবং অসদাচরণ করেন। 

অভিযোগ বিষয়ে ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু জানান, সব কিছই নিয়ম মত করা হচ্ছে। তারা অভিযোগ দিয়েছেন এতে আমার করার কিছুই নেই। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, মেম্বারদের একটা অভিযোগ পাওয়া গেছে। উপজেলা চেয়ারম্যান ঢাকা গেছে। ফিরে আসলে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর