প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত-২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালে।
সোমবার দুপুরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সভা কক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বরিশাল জেলা শাখার পরিষদ সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন।
জেলা বিএমএ সাধারণ সম্পাদক ও মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমএ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো. তারিক মেহেদী পারভেজ, কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান ও শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের প্রধান ডা. মাসুম আহমেদ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এজেএম এমরুল কায়েসসহ অনান্যরা।
এছাড়াও বিভিন্ন বিভাগের ডাক্তার, মেডিকেল শিক্ষার্থী ও সাংবাদিক প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন সহ প্রকাশ্যে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা বাস্তবায়ন এবং রোগীদের চিকিৎসা দেয়ার পাশাপাশি তামাক ও মাদক ব্যবহার নিয়ন্ত্রণে পরামর্শ দিতে ডাক্তারদের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন