কুড়িগ্রামে ঘন কুয়াশা ও মৃদু শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুদিন ধরে আকাশ মেঘে ঢাকা থাকায় জেলার তাপমাত্রা ক্রমেই কমতে শুরু করেছে। সোমবার সকাল ৯টায় স্থানীয় আবহাওয়া অফিস জানায়, জেলায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এছাড়াও এ তাপমাত্রা আরো এ মাসের মাঝামাঝি কমবে বলে জানান রাজারহাট কৃষি আবাহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তুহিন মিয়া। সোমবার সকাল থেকে ঘন কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডার প্রকোপে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষগুলো বেশ কষ্টে রয়েছে। বিশেষ করে নিন্ম আয়ের মানুষের ভোগান্তি ক্রমেই বাড়ছে।অতিরিক্ত ঠান্ডায় ঘর থেকে মানুষজন বের হতে পারছেন না। কাজে যেতে না পারায় এসব মানুষ পড়েছেন সংকটে। শীতে জুবুথুবু অবস্থা বিরাজ করছে।
চাহিদা অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করা হলেও জেলার ছিন্নমুল মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র প্রয়োজন।
বিডি প্রতিদিন/এএম