৮ জানুয়ারি, ২০২৩ ১৬:৫১

কনকনে শীতে বীজতলা ও চারা রোপণে বিপাকে দিনাজপুরের কৃষক

দিনাজপুর প্রতিনিধি

কনকনে শীতে বীজতলা ও
চারা রোপণে বিপাকে দিনাজপুরের কৃষক

কয়েকদিনের হিমেল হাওয়ায় মৃদু শ্বৈত্যপ্রবাহ দিনাজপুরে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। কনকনে শীতল বাতাসে কাহিল হয়ে পড়ছে ছিন্নমূলের মানুষ ছাড়াও প্রান্তিক চাষীরা। বোরো ধানের বীজতলা আবার কেউ চারা রোপণ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। কনকনে ঠান্ডা ও কুয়াশার কারণে বোরো চাষের মাঠ প্রস্তুত করা কঠিন হয়ে পড়েছে। অনেকের কুয়াশায় নষ্ট হচ্ছে বীজতলার চারা। 

সদরের চকরামপুর গ্রামের কৃষক গৌতম দাস জানান, চলতি মৌসুমে বোরো আবাদের জন্য জমি প্রস্তুত করতে শীতের কারনে সময় লাগছে। বীজতলার চারাও তৈরি করেছেন। তবে তীব্র শীত ও কুয়াশার কারণে চারা রোপণ করতে এখনও পারেননি। সময়মতো চারা রোপণ করতে না পারলে বীজতলার চারা নষ্টের আশংকা রয়েছে। 
দিনমজুর রহমত আলী বলেন, মাঠে শ্রমিকের কাজ করি। গত কয়েকদিন ধরে কুয়াশা ও বাতাস বেড়ে যাওয়ায় তীব্র শীত পড়ছে। এর মধ্যে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা লেগে আমাশা দেখা দিয়েছে। কাজ করতে পারছি না। 
এদিকে, বিকাল থেকে হিমেল হাওয়ার সাথে বাড়তে থাকে কনকনে ঠান্ডা।সন্ধার পর থেকে কুয়াশায় ঢেকে যায় সর্বত্র। গতকাল রবিবারেও সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। 

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ রেকর্ড করা হয়েছে। দুপুর পর্যন্ত সূর্য মেঘে ঢাকা ছিল। 

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর