নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন স্বামী মানিক পাটোয়ারী। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নূর মহসিনের আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন ঘাতক স্বামী মানিক পাটোয়ারী।
এর আগে শনিবার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইয়ায়ুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক।
পারিবারিক কলহের জের ধরে গত বুধবার সন্ধ্যায় স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতক স্বামী মানিক পাটোয়ারী। পরে আশেপাশের লোকজন গুরুতর আহতাবস্থায় গৃহবধূ আনোয়ারা বেগমকে খানপুর তিন’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ঘটনায় আনোয়ারা বেগমের মেয়ে স্বর্ণালী আক্তার বাদী হয়ে তার বাবা মানিক পাটোয়ারীকে আসামী করে থানায় একটি হত্যা দায়ের করেন। ঘটনার তিন দিন পরে ঘাতক মানিক পাটোয়ারীকে সিদ্ধিরগঞ্জের জালকুড়িবাস স্ট্যান্ড এলাকা থেকে শনিবার দুপুরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নূর মহসিনের আদালতে ঘাতক স্বামী মানিক পাটোয়ারী তার স্ত্রীকে হত্যার জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম