আজ (২৫ জানুয়ারি) বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কবির জন্মস্থান যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে বর্ণাঢ্য আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ‘মধুমেলা’। সাতদিনের এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
সাংস্কৃতি মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। প্রতিবছর এ মেলার আয়োজন হয়ে থাকলেও করোনার কারণে গত দুই বছর ছন্দপতন ঘটেছিল। ফলে এবারের মেলা নিয়ে যশোর ও আশপাশের এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
মধুকবির জন্মভিটা, মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। মেলায় গ্রামীণ হাজারো পণ্যের সমাহারের পাশাপাশি থাকছে সার্কাস, যাদু প্রদর্শনী, নাগরদোলা, কৃষিমেলা। এছাড়া প্রতিদিনই মেলা প্রাঙ্গণে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মধুপল্লীর কাস্টডিয়ান মো. হাসানুজ্জামান বলেন, মেলা উপলক্ষে মধুপল্লী সুন্দরভাবে সাজানো হয়েছে। মেলায় ঘোরাঘুরির পাশাপাশি দর্শনার্থীরা কবির ভাস্কর্য, পুসূতিস্থল, কাছারিবাড়ি, কবি পরিবারের আসবাবপত্র দেখতে পারবেন।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব এমএম আরাফাত হোসেন বলেন, মধুমেলা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাতদিনের অনুষ্ঠানমালায় যশোর ও কেশবপুরের লেখক, কবি, সাহিত্যিক ছাড়াও দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন।
বিডি-প্রতিদিন/বাজিত