রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ও ভালুকগাছি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত দুই চেয়ারম্যান শপথ নিয়েছেন।
বুধবার বেলা ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবদুল জলিল।
এ সময় তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক শাহানা আখতার জাহানা, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
উল্লেখ্য, শপথ নেন পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ও ভালুকগাছি ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান।
বিডি-প্রতিদিন/বাজিত