ময়মনসিংহের জেলা পুলিশ হাসপাতালে প্যাথলজি সেবা চালু করা হয়েছে। এর ফলে স্বল্প খরচে প্রেগন্যান্সি, কোলেস্টেরল, ইসিজিসহ ২৭টি রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবে চাকরিরত ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তার পরিবার।
বুধবার সকালে জেলা পুলিশ লাইন্সে অবস্থিত ওই হাসপাতালে প্যাথলজি বিভাগের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। পরে তিনি চিকিৎসাসংক্রান্ত বিষয়ে রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
ডিআইজি বলেন, এখন থেকে পুলিশ সদস্য, তাদের পরিবার ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের পরিবার এই হাসপাতালে কম খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে। জেলায় কর্মরত পুলিশ সদস্যরা যাতে সহজ ও কম খরচে চিকিৎসা নিতে পারেন এজন্যই আধুনিক সুবিধা রেখে এই হাসপাতাল নির্মাণ করেছে সরকার।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. সুমিত রায়হান, মাইমুনা মাহমুদ ও ফারজানা ফেরদৌসসহ রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল