পটুয়াখালীর দুমকিতে এলএএম ইউনাইটেড মহিলা কলেজের ২০২২-২০২৩ সেশনের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ সমীর কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
বিশেষ অতিথি ছিলেন উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, উত্তর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন খান ও ইউপি সদস্য মো. হুমায়ুন কবির মৃধা। কলেজের সহ-অধ্যাপক আছিয়া বেগম, সিনিয়র প্রভাষক মো. আনিসুর রহমান, মো. খালিদ হোসেন, প্রভাষক মো. মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে চলতি সেশনে ভর্তিকৃত একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের রজনীগন্ধার ফুল দিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণির ছাত্রীরা। পরে নবীন শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে কলম ও ক্লাস রুটিন প্রদান করা হয়। আলোচনা শেষে নবীন ও পুরাতন ছাত্রীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই