৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:০২

নোয়াখালীতে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রকাশনা উৎসব

‘৬৪ জেলার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন’ গ্রন্থের লেখক ফখরুল ইসলামের প্রণীত প্রকাশনা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্প কলা একাডেমীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম জাতি-তাত্ত্বিক জাদুঘরের উপ-পরিচালক ড. মো. আতাউর রহমান ও সাবেক অধ্যাপক কাজী রফিক উল্লাহ, প্রফেসর মো. আবুল বাশার, প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান, নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইয়া, হাতিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এনামুল হক ও সাবেক অধ্যক্ষ মানছুরুল হক কাশেম উপস্থিত ছিলেন।

বক্তারা নোয়াখালীসহ ৬৪ জেলার ইতিহাস ঐতিহ্য নিদর্শন প্রকাশনা উৎসবে লেখক ফখরুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ জানান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর