১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:০৩

ফরিদপুরে নার্সিং হোস্টেল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নার্সিং হোস্টেল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত অ্যামাজন নার্সিং ইনস্টিটিউটের হোস্টেল থেকে প্রীতি হাওলাদার (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। প্রীতি হাওলাদার রাজবাড়ী জেলা সদরের হরিসভা এলাকার লালন হাওলাদারের মেয়ে।

কোতয়ালী থানা পুলিশ জানায়, প্রীতি হাওলাদার তার হোস্টেলের নিজের কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। একটি ছেলেকে নিয়ে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর