আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মো. খায়রুল আলম ভূঞা। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মেয়র মো. খায়রুল আলম ভূঞাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের সভা শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মনোনয়ন পত্রের বিষয়টি নিশ্চিত করে খায়রুল আলম ভূঞা উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং পৌরবাসী সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন মো. খায়রুল আলম ভুঞা। সেই সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মো. আবদুল হামিদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ