সূর্যদয় ও সূর্যাস্তের বেলাভূমিতে ফুটে উঠল কাল্পনিক মৎস্যকন্যার চিত্র। কুয়াকাটায় ভ্রমণে এসে বালু দিয়ে এটি তৈরি করে তাক লাগিয়েছে রফিক নামের এক পর্যটক। সোমবার দুপুরে সৈকতে এমন নান্দনিক চিত্র ফুটিয়ে তোলেন তিনি। মৎস্য কন্যার চিত্র দেখে বিমোহিত আগত পর্যটকরা। কেউ সেলফি তোলেন, আবার কেউ কেউ প্রশংসা করেন এ কাজের।
জানা যায়, রফিক ঢাকার গাজীপুর থেকে কুয়াকাটায় এসে তার অপর তিন বন্ধুদের সহযোগিতায় বালু দিয়ে চিত্রটি এঁকেছেন। তিনি কাল্পনিক এক মৎস্যকন্যার চিত্র তৈরি করেন। এটি বালু দিয়ে তৈরি করা হলেও এর ছিল বিশেষ আকর্ষণ।
মো. রফিক জানান, তিনি কারো কাছ থেকে এ কাজ শেখেননি। তার চারু-কারুর কোনো একাডেমিক স্বীকৃতি নেই। তবে ইউটিউব দেখে তিনি এটি তৈরি করেছেন। এতে সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা।
এই ভাস্কর্য নির্মাণকজে সহযোগী তার বন্ধু তুহিন জানান, কুয়াকাটার নাম সাগরকন্যা। এ চিন্তা থেকেই তারা চিত্রকর্মটি তৈরি করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                    -kuakata-Balu-bhaskar-20-02-2023-(1).jpg) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        