৩০ মার্চ, ২০২৩ ১৬:৩৯

বরগুনায় তামাকবিরোধী সভা

বরগুনা প্রতিনিধি

বরগুনায় তামাকবিরোধী সভা

বরগুনা পৌরসভা মিলনায়তনে আজ তামাকবিরোধী সংগঠন গ্রামবাংলা উন্নয়ন কমিটিসহ ১৮টি উন্নয়ন সহযোগী সংগঠনের উদ্যোগে তামাকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। তামাকবিরোধী সংগঠক ও গ্রামবাংলা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র এড. কামরুল আহসান মহারাজ। উন্নয়ন সংগঠন এসএসডিপির নির্বাহী পরিচালক হাবিবুর রহমানের সঞ্চলনায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, প্যানেল মেয়র হোসনেয়ারা চম্পা, কাউন্সিলর কবিরুল ইসলাম, মীর আরাফাত জামান তুষার।

মেয়র কামরুল আহসান মহারাজ পৌরসভার মধ্যে তামকে ও তামাকজাত দ্রব্য সিগারেট, বিড়ি, জর্দ্দা, গুল ক্রয়-বিক্রয়ের ব্যাপারে যথাযথ বিধিমালার ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর