রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাংশায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাংশা উপজেলা শাখার আহ্বায়ক মো. নাজমুল হাকিম রুমী ও সদস্য সচিব মো. মনসুর সরদার এই কমিটি ঘোষণা করেন। আগামী তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাংশা উপজেলার বাবপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক মো. সুমন মন্ডল; বাহাদুরপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক মো. হাসান; যশাই ইউনিয়ন শাখার সভাপতি মো. রহিম মল্লিক, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম; হাবাসপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস; মাছপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মাসুদুল হক, সাধারণ সম্পাদক আতিয়ার মন্ডল; মৌরাট ইউনিয়ন শাখার সভাপতি মো. বাদশা, সাধারণ সম্পাদক মো. ফরহাদ রহমান; কলিমোহর ইউনিয়ন শাখার সভাপতি সুজিত পাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম; কসবামাজাইল ইউনিয়ন শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন; শরিয়া ইনিয়ন শাখার সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. নজমুল হোসেন এবং পাট্টা ইউনিয়ন শাখার সভাপতি মো. তুহিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিসেবে রাসেল বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মো. মনসুর সরদার বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        