শিরোনাম
৪ মে, ২০২৩ ১৫:০৬

চকরিয়ায় ছুরিকাঘাতে চিংড়ি ঘের কর্মচারি নিহত, আটক ১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় ছুরিকাঘাতে চিংড়ি ঘের কর্মচারি নিহত, আটক ১

কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে মো. আজিজুর রহমান নামে এক চিংড়িঘের কর্মচারি খুনের ঘটনায় ঘাতক মো. ইসহাককে (৫০) গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পালাকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার  করা হয়। ইসহাক ওই এলাকার কবির আহমদের ছেলে।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব চন্দ্র সরকার বলেন, হত্যার ঘটনায় এখনো এজাহার জমা দেয়া হয়নি। সন্দিগ্ধ আসামি হিসেবে মো. ইসহাককে গ্রেফতার করা হয়। এজাহার পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
 
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চিংড়িজোন নতুনঘোনা এলাকায় সৌর বাতি নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে আজিজুর রহমানকে হত্যা করা হয়।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর