৪ মে, ২০২৩ ১৭:০৬

জয়পুরহাটে শত বছরের পুরনো রাস্তায় বাঁশের বেড়া!

জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটে শত বছরের পুরনো রাস্তায় বাঁশের বেড়া!

গ্রামের মানুষ বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শন করে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোলান গ্রামে প্রায় শত বছরের পুরনো গ্রামীণ রাস্তা বাঁশ দিয়ে ঘিরে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টায় গ্রামের দুই শতাধিক মানুষ বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শন করে। তারা অবিলম্বে বাঁশের বেড়া অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, উপজেলার মোলান গ্রামের ভেতর দিয়ে প্রায় শত বছরের পুরনো রাস্তা দিয়ে পাশের উপজেলা হাকিমপুরের বাঁশমুড়ি, ডুগডুগি, হিলিসহ বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন। সেই রাস্তা নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে ওই গ্রামের আসলেমা, ওহাব, উজ্বল ও আজিজুল হক বাঁশ দিয়ে ঘিরে রেখেছে। এতে গ্রামের মানুষসহ অন্যান্য এলাকার মানুষের চলাচল বন্ধ রয়েছে। 

মোলান গ্রামের সেকেন্দার আলী বলেন, আমার বয়স ৮০-৯০ হবে। জন্মের পর থেকে এই রাস্তা দিয়ে গ্রামবাসীসহ আশপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। সেই রাস্তায় বাঁশের বেড়া দিয়ে আমাদের চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে।

একই গ্রামের আব্দুল হামিদ ও গোলাম রাব্বানী জানান, জনসাধারণের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করায় আমরা গ্রামবাসী বিপাকে পড়েছি। এখন ইরি বোরো ধানের মৌসুমে গ্রামের বেশিরভাগ কৃষকের ধান মাঠে পড়ে আছে। রাস্তা বন্ধ থাকায় ভ্যান ও পাওয়ার ট্রলিতে করে আর ধান আনতে পারবো না। তাহলে মাঠ থেকে ধান কি করে ঘরে তুলব, প্রশ্ন রাখেন তিনি। 

গ্রামবাসী আরও জানায়, এই বাঁশের বেড়ার উত্তর পার্শ্বে প্রায় দেড় শতাধিক পরিবারের বসবাস। বাড়িতে আগুন লাগলে, অসুস্থ রোগীদের নিতে অ্যাম্বুলেন্স, মাক্রোবাস কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারবে না। এ কারণে আমরা গ্রামবাসী চরম আতঙ্কে এবং বিপদে আছি। প্রশাসনের কাছে বাঁশের বেড়া অপসারণসহ এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে আসলেমা বলেন, ‘ওই রাস্তা আমাদের পৈতৃক সম্পত্তি। তাই বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছি।’

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, এ ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর