১১ মে, ২০২৩ ১১:৩৫

নোয়াখালীতে ২ হাজার বোতল স্পিরিটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীতে ২ হাজার বোতল স্পিরিটসহ আটক ১

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের একটি প্রতিষ্ঠান থেকে নাসির উদ্দিন (৬০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১৯১ কার্টুন থেকে ২২৯২ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়।

বুধবার রাতে ভূমিহীন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত নাসির উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের বশির উল্যার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত নাসির উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর