কক্সবাজারের উখিয়া থানাধীন পূর্ব মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে ২১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃতরা হলেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব ধেচুয়া পালং এলাকার মৃত রশিদের ছেলে মোঃ ইউনুস (৩৪) ও উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব মরিচ্যার মৃত সেহের আলীর ছেলে তাজ উদ্দীন (৩১)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (১৮ জুন) গভীর রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন হলুদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মরিচ্যা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। একপর্যায়ে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট দুইজন মাদক কারবারী ধরা পড়ে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২১ হাজার ৮শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন