সিরাজগঞ্জ জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের আব্দুর রউফ পাতা পৌর মুক্ত মঞ্চে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। নবগঠিত জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে.এম হোসেন আলী হাসান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার খান লিটন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, এ্যাড. বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম আহমেদ ও যুবলীগের যুগ্ম আহবায়ক সঞ্জয় সাহা প্রমুখ।
সমাবেশ শেষে নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট যুবলীগের আহবায়ক কমিটি পরিচয় করিয়ে দেয়া হয়। এর আগে ১৩ জুন জেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
বিডি প্রতিদিন/এএম