মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে নোয়াখালীতে জেলা শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শহরের হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর নোয়াখালী জেলা শাখার সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবিএম আবদুল আলীম, কেন্দ্রীয় সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আলমগীর, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, জেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা দপ্তর সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন মঞ্জু ও জেলা শিক্ষক নেতা আবদুল বাতেন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল