বগুড়ায় বাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার গোকুল বন্দর এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন লাগিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান।
নিহতের নাম বাদশা মিয়া। সদরের গোকুল উত্তর পাড়ার মৃত অহিদ উদ্দিনের ছেলে।
ইন্সপেক্টর শাহীনুজ্জামান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস চাপায় বাদশা মিয়ার মৃত্যু হয়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই বাসে আগুন লাগিয়ে দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে শান্ত করে এবং চালককে আটক করে।
বিডি প্রতিদিন/কালাম