সুনামগঞ্জের শাল্লায় ঢলের পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ মায়ের লাশ উদ্ধার হয়েছে। তবে এখনও তার দুই শিশু সন্তান নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় দুর্লভ রানী দাসের (৩০) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, দুর্ঘটনাস্থলের অদূরে মাউতি বিল থেকে এই লাশ উদ্ধার হয়।
সোমবার সন্ধ্যা ৭ টায় শাল্লা উপজেলায় ডুবন্ত সড়ক পার হওয়ার সময় পানির স্রোতে ভেসে যায় দুই সন্তানসহ মা। শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে এই ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/হিমেল