ফরিদপুরের ভাঙ্গায় দুই লাখ টাকার গাঁজাসহ ওমর ফারুক (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ জুন) দুপুরে মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয় ওই যুবককে।
এর আগে সোমবার (১৯ জুন) রাতে ফরিদপুর ভাঙ্গার ঢাকা-খুলনা মহাসড়কের হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক যুবক জেলার নগরকান্দার উপজেলার যদুরদিয়া এলাকার মৃত শফি সরদারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের মুকসুদপুরগামী একটি বাস রোইডিং পার্টির সহায়তায় গতিরোধ করা হয়। পরে ওই বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।
ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, আটককৃত ওমর ফারুকের বিরুদ্ধে জেলার ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের শেষে মঙ্গলবার (২০ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ