কুষ্টিয়ার কুমারখালীতে এক হাজার ২০০ জন ধানচাষী ও ৪২০ জন পিয়াজ চাষীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, কৃষক, সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল