২৪ জুন বগুড়ায় শুরু হচ্ছে স্মার্ট কর্মসংস্থান মেলা। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষ করতোয়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর, গাজী ময়ূীদুর রহমান, রেবেকা সুলতানা ডলিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলাকে স্মার্ট ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জেলার বেকার সমস্যা সমাধান, প্রযুক্তিতে আরও উন্নতি সাধনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ও বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুন বগুড়া শহীদ টিটু মিলনায়তনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বিডি প্রতিদিন/এএম