বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে দায়ের করা মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে জামালপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরমান আলী বলেন, সোমবার মামলাটি আরও তদন্তের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ ইতোমধ্যে অনেক অগ্রগতি হয়েছে। আশা করি, বাকি আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারব। এছাড়া গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলমান।
এর আগে সোমবার (১৯ জুন) জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত