স্মার্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ার লক্ষে গাজীপুরে মঙ্গলবার দুপুরে শুরু হয়েছে প্রাথমিক উদ্ভাবনী মেলা। গাজীপুরের পিটিআই মিনায়তনে আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. নুরুল আমিন চৌধুরী। এর আগে মেলার উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেন।
দিনব্যাপী এই উদ্ভাবনী মেলায় নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা ও গাজীপুর জেলার ৮টি স্টলে প্রায় দেড় শতাধিক প্রাথমিক শিক্ষক, শিক্ষিকা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা অংশ নেন। অংশগ্রহণকারীরা এই উদ্ভাবনী মেলা থেকে নতুন নতুন কলাকৌশল উদ্ভাবনী ও শিক্ষা উপকরণ প্রদর্শন করেন।
বিডি প্রতিদিন/এএ