রথের রশিতে টান দিলেই হবে পূণ্যলাভ, এই বিশ্বাস হিন্দু ধর্মের লোকজনের চিরকালীন। রথযাত্রায় জগন্নাথদেবের রথের রশি একটিবার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তরা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না।
পূণ্যলাভ ও পুনর্জন্মের কষ্ট থেকে বাচঁতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শরীয়তপুরে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে হিন্দু নারী-পুরুষ শহরের শরীয়তপুর সদর হরিসভা মন্দির থেকে রথ টেনে শরীয়তপুর জেলা শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে পুনরায় সদর হরিসভা মন্দিরে অবস্থান করেন। হরি সভার উদ্যোগে রথযাত্রা শুরু করেন। রথ টানার আয়োজনে হাজারও হিন্দু ধর্মের নারী পুরুষ শিশু বৃদ্ধ অংশ নেয়।
বিডি প্রতিদিন/এএ