ঝিনাইদহের মহেশপুরে বাওড়ে গোসল করতে নেমে আসিফ হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়। সাড়ে ৭ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করলো খুলনা ডুবুরি দল। আজ দুপুর দেড়টার দিকে উপজেলা বজরাপুর কাগমারি বাওড়ে এঘটনা ঘটে। নিহত আসিফ একই উপজেলার বজরাপুর গ্রামের ফল ব্যবসায়ী আলতাফ হোসেনের একমাত্র ছেলে।
জানা যায়, ঢাকা থেকে ভর্তি পরীক্ষা দিয়ে আজ সকালে বাড়িতে আসে আসিফ। এরপর দুপুর ১২টার পর স্থানীয় বন্ধুদের সাথে বাওড়ে গোসল করতে যায়। ওই সময় তার পিতা অনেক নিষেধ করলেও পিতার নিষেধ অমান্য করে বাঁওড়ে বন্ধুদের সাথে পানিতে নেমে পড়ে। এক পর্যায়ে সে নিখোঁজ হয়ে যায়। স্থানীয় লোকজন ও বাওড় পাড়ের জেলেরা র্দীঘ সময় ধরে খোজাখুজির পরও তার সন্ধান পায় না। পরে দুপুরে খবর দেওয়া হয় খুলনার ডুবুরী দলকে। ডুবুির দল বিকালে এসে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে বলুহর বাওড়ের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে আনে ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন।
বিডি প্রতিদিন/এএম