তথ্য নির্ভুলভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন বিষয়ক বিধির প্রয়োগে নারায়ণগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মো. রাশেদুল হাসান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসাইনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফ্ত ফেরদৌস, বন্দর সোনারগাঁওয়ের নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সদর সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি একটি মানুষের জন্ম মৃত্যু সনদের বিষয়ে গুরুত্ব বিবেচনা করে আইন অনুযায়ী সঠিকভাবে জন্ম মৃত্যু নিবন্ধন ফরম পূরণ করার জন্য সকল ইউপি চেয়ারম্যান, সচিব ও অফিস সহকারীদের পরামর্শ দেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মো. রাশেদুল হাসান।
বিডি প্রতিদিন/এমআই