নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাঁজাসহ রিপন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকালে উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকা থেকে দুইটি মোবাইল ও সাড়ে ৪৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, উত্তরা, ঢাকা এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রিজের পশ্চিম দিকে ৩০০ ফিট রাস্তার সাথে বিআরটিসি যাত্রী ছাউনির পাশে অবস্থান করছে। উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. রিপন-কে (২৮) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে সাড়ে ৪৫ কেজি গাঁজা, ২ টি মোবাইল ফোন এবং নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী রিপন জানান, দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছিলেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল