রাজবাড়ীর পদ্মার একটি শাখা নদীতে ডুবে যাওয়া রবিন (১২) নামে এক শিশু নিখোঁজের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। নিখোঁজের দুই দিনে শিশুটিকে উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন নিখোঁজের স্বজনেরা। বুধবার সকাল ৯টায় দিকে উদ্ধার কাজ শুরু হয়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে পদ্মার একটি শাখা নদী হিসেবে পরিচিতি ক্যানাল ঘাট এলাকায় শিশু রবিন নিখোঁজ হয়। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। আমরা মানিকগঞ্জ থেকে ডুবরি দল নিয়ে আসছি। ৪ জন ডুবরি দলের সদস্য কাজ করছেন। প্রথম দিনের উদ্ধার অভিযানে রবিনকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ বুধবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমাদের চেষ্টার ত্রুটি নেই।
এদিকে নিখোঁজের দুই দিনে রবিন নামে শিশুটিকে উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন নিখোঁজ রবিনের স্বজনেরা।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দৌলতদিয়া ইউনিয়নের ময়না বেগমের ছেলে রবিন গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ