ময়মনসিংহের ফুলপুরে গ্রামীণ ব্যাংক ফুলপুর শাখার উদ্যোগে ব্যাংকের দরিদ্র গ্রাহক পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও ফলজ, বনজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় গ্রামীণ ব্যাংকের ফুলপুর শাখায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দরিদ্র গ্রাহক পরিবারের ১০ জন মেধাবী ছাত্রছাত্রীকে ৯ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন গ্রাহকদের মাঝে ৯ হাজার ফলজ, বনজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের শেরপুর জোনাল ম্যানেজার আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জোনের জোনাল অডিট অফিসার এমদাদুল হক।
ফুলপুর শাখার শাখা ব্যবস্থাপক মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর এরিয়া ম্যানেজার কবির আহাম্মদ সরকার, সহকারী ম্যানেজার রবিউল ইসলাম, মেধাবী ছাত্রী শ্রেয়া সাহা, কনা, ছাত্র সবুজ, তারিক আহমেদ প্রমুখ।
ছাত্রছাত্রী ও গ্রাহকদের উদ্দেশ্যে প্রধান অতিথি শেরপুর জোনাল ম্যানেজার আবুল হোসেন বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদেরকে ভালভাবে লেখাপড়া করতে হবে। তোমাদের জন্য আমাদের এ কার্যক্রম প্রতি বছরই চলবে।
বিডি প্রতিদিন/কালাম