খুলনার দৌলতপুর পাবলা বণিকপাড়ায় স্কুল ছাত্রী অঙ্কিতা দে হত্যা মামলায় আসামি প্রীতম রুদ্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও লাশ গুমের অপরাধে ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি প্রীতম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
বুধবার খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান মামলার রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামি পাবলা বণিকপাড়া এলাকার প্রভাত কুমার রুদ্রের পুত্র।
জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে খেলতে গিয়ে বনিকপাড়ার মৌচাক টাওয়ারের সামনে থেকে অঙ্কিতা নিখোঁজ হয়। এ ঘটনার ছয়দিন পর ২৮ জানুয়ারি বাড়ি থেকে কয়েকশ’ গজ দূরে বীণাপানি চারতলা ভবনের নীচতলার বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় মেয়েটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারের পর ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে ২০২১ সালের ৩০ জানুয়ারি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় আসামি প্রীতম রুদ্র।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন সিনিয়র আইনজীবী আব্দুল মালেক এবং পিপি আহদুজ্জামান ও সৈয়দ তৌফিক উল্লাহ।
বিডি প্রতিদিন/এমআই