পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে আব্দুস সালাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ এলাকায় ভেরসা নদীতে এই ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সালাম ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ভজনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, পেশায় দিনমজুর আব্দুস সালাম মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ভেরসা নদীতে মাছ ধরার জন্য ডিরইসহ মাছ ধরার কয়েকটি উপকরণ পাতেন। বুধবার সকালে বৃষ্টিতে ভিজে মাছ ধরা উপকরন থেকে মাছ গুলো সংগ্রহ করতে যান তিনি। সেসময় বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল। এসময় প্রচন্ড শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে নদীর ধারে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার মাথাসহ পুরো শরীর বজ্রপাতে ঝলসে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁর মৃতদেহ উদ্ধার করে বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী বজ্রপাতে দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ওই ব্যক্তির মাথাসহ পুরো শরীর ঝলসে গেছে। পরিবার তার মরদেহ দ্রুত দাফনের ব্যবস্থা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম