বাংলানিউজের জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরার সাংবাদিকরা।
বুধবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক সাইদুর রহমান, আবু বাশার আখন্দ, শফিকুল ইসলাম শফিক, মোখলেছুর রহমান, অলোক বোস প্রমুখ।
এ সময় সাংবাদিকরা গোলাম রাব্বানী নাদিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই