‘শিকড়ের টান, ভাওয়াইয়া গান’ এই শ্লোগানকে সামনে রেখে রংপুর টাউনহল মঞ্চে উদ্বোধন হয়েছে ২ দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসব। মঙ্গলবার সন্ধ্যায় গীদালের আখড়া রংপুর আয়োজিত উৎসবের উদ্বোধন করেন রংপুর সিটি কপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সাহিত্য সংস্কৃতি সংসদ এর সভাপতি দেলোয়ার হোসেন রংপুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসবএর সদস্য সচিব খ ম আলী সম্রাট। সভাপতিত্ব করেন ভাওয়াইয়া উৎসব কমিটির আহবায়ক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু। সঞ্চালনা করেন শিল্পী ও সংগঠক মোকসেদার রহমান মুকুল ও গীতিকার সফুরা খাতুন।
উৎসবে ভারত ও নেপালসহ দেশের রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাও এর প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। অনুষ্ঠানে রংপুর লালমনিরহাট, ঠাকুরগাও নেপাল ও ভারতের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে তাদের সম্মাননা প্রদান করা হয়। এর আগে সকালে বিভিন্ন বয়সের প্রতিযোগীদের নিয়ে ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন।
বিডি প্রতিদিন/এএম