ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী একটি গাড়ি ফুলপুর উপজেলার মোকামিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনার শিকার হয়। তখন বৃষ্টি হচ্ছিল।
মোকামিয়া গ্রামের প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, অন্য কোন গাড়ির সাথে সংঘর্ষে নয় বরং গাড়িটি পিছলিয়ে সড়কের ডান পাশের ঢালে নারকেল গাছে গিয়ে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় চালক ও যাত্রীরা গাড়িতে আটকা পড়ে। পরে স্থানীয়রা জানালার কাঁচ ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) বন্দে আলী, ফুলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদ আহমাদ নামে এক পথচারী জানান, গাড়িটিতে ৩-৪ জন মহিলা ও কয়েকজন শিশু ছিল। তাদের হাত, পা কেটে গেছে। তারা আঙুল ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ২০-৩০ জন যাত্রী আহত হয়েছেন তবে কেউ মারাত্মক বা গুরুতর নয়। বাসটি থানা হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/এএ