জয়পুরহাটে সমন্বিত কৃষি ইউনিটের আওতায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন। বুধবার সকালে জাকস ফাউন্ডেশনের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, উপ পরিচালক খোরশেদ আলম, ওবায়দুল ইসলাম, মানবসম্পদ বিভাগের পরিচালক মর্তুজা আক্তার বানু, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জহুর আলী, মৎস্য কর্মকর্তা রাশিদুল ইসলাম চৌধুরী, কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন শাহীন, প্রাণিসম্পদ কর্মকর্তা এএ জাবির, সাংবাদিক আলমগীর চৌধুরী, শামীম কাদির, শাহাদুল ইসলাম সাজু, রাশেদুজ্জামান রাশেদ, আকতার হোসেন বকুল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ